কাজলের মাতৃদিবস

IMG-20250511-WA0208

মে মাসের দ্বিতীয় রবিবার সারা বিশ্বের সঙ্গে ভারতেও পালিত হল মাতৃদিবস। রুপোলি দুনিয়ার তারকারাও তাঁদের মা এবং শাশুড়ি মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ ছবি দিয়েছেন তাঁদের সঙ্গে, কেউ লিখেছেন মন কেমন করা বার্তা। আবার অনেকে কেক কেটে করেছেন উদ্‌যাপন, ভিডিয়ো ভাগ করে নিয়েছে সমাজমাধ্যমে। যেমন কাজল। তবে শুধু আনন্দ নয়, কাজল রেখেছেন বিশেষ বার্তাও। ক্যাপশনে কাজল লিখেছেন “আমার জীবনের দুই দুর্দান্ত প্রফুল্ল মা-কে জানাই মাতৃদিবসের শুভেচ্ছা।” তবে এখানেই শেষ নয়, কাজল জানিয়েছেন, “পুনশ্চ: কোনও প্লাস্টিক খাওয়া হয়নি, শুধুই সুস্বাদু কেক।” হ্যাশট্যাগে কাজ মা, শাশুড়ির উল্লেখের পাশাপাশি প্লাস্টিক পুনর্ব্যবহারের বার্তাও দিয়েছেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement