আন্তর্জাতিক মাতৃ দিবসে করিনার বার্তা

IMG-20250511-WA0211

বিয়ের পরে কর্মজগতে পিছিয়ে পড়বেন। করিনা কপূরকে এমন মন্তব্য শুনতে হয়েছিল একসময়ে। কিন্তু এই ধরনের মন্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন অভিনেত্রী। দুই সন্তানের মা হওয়ার পরে তিনি যেন আরও উজ্জ্বল। অভিনয়ের ক্ষেত্রে আরও সাবলীল। এমনই মনে করেন করিনার অনুরাগীরা। করিনা নিজেও মনে করেন, মা হওয়ার পরে মহিলাদের শক্তি আরও বেড়ে যায়।
আন্তর্জাতিক মাতৃ দিবসে তাই করিনা মনে করিয়ে দিলেন, কখনও কোনও মাকে ছোট করতে নেই। কারণ তাঁরা অনেক দুঃখ ও যন্ত্রণা পার করে ফেলেছেন। করিনা সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “একজন মাকে কখনও ছোট করবেন না। পৃথিবী যে যন্ত্রণায় শেষ হয়ে যেতে পারে, সেই যন্ত্রণা একজন মা সহ্য করেছে। রাতের পর রাত না ঘুমোলে মাথা কাজ করে না। কিন্তু একজন মায়ের সেই অভিজ্ঞতা রয়েছে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement