পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর প্রত্যাঘাত করেছে ভারত। তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত চরমে। এই আবহে রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ে ক্রুজ় মিসাইল ব্রহ্মসের প্রোডাকশন ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভার্চুয়াল মাধ্যমে কারখানার উদ্বোধন করে পাকিস্তানকে কড়া বার্তাও দেন তিনি। রাজনাথের হুঙ্কার, যারা ভারতীয় নারীদের কপালের সিঁদুর মুছেছিল, ‘অপারেশন সিন্দুরে’র মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে। কারখানা উদ্বোধনের পর রাজনাথ বলেন, ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদকে নির্মূল করতে ভারতের ইচ্ছাশক্তি এবং সামরিক শক্তির দৃঢ়তার প্রদর্শন। এই অপারেশন শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং দেশের রাজনৈতিক, সামাজিক এবং কৌশলগত ইচ্ছার প্রতীক।’’ প্রতিরক্ষামন্ত্রীর সংযোজন, ‘অপারেশন সিন্দুরে’র মাধ্যমে সন্ত্রাসবাদীদের কড়া বার্তা দেওয়া হয়েছে। তারা বুঝে গিয়েছে, সীমান্তের ও পারেও তারা নিরাপদ নয়। আজ গোটা দেশ ভারতীয় সেনাকে স্যালুট করছে।’’ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনার সেই ‘অপারেশন সিন্দুর’ অভিযানের পর থেকে গত কয়েক দিনে নয়াদিল্লি এবং ইসলামাবাদের সংঘাত তীব্রতর হয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে, পাকিস্তানও ভারতে ড্রোন, মিসাইল হামলা চালানোর চেষ্টা করেছে একাধিক বার। কিন্তু ভারত তা প্রতিহত করেছে। পাল্টা জবাবও দিয়েছে। তবে শনিবার বিকেলে দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়। তার ঠিক কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত। নয়াদিল্লিও জানায়, তারাও আবার জবাব দিয়েছে। সেই আবহে পাকিস্তানকে ফের বিঁধেছেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘ভারতীয় সেনা পাকিস্তানের সাধারণ নাগরিকদের কখনওই নিশানা করেনি। নিশানা করেছিল জঙ্গিঘাঁটিগুলিকে। কিন্তু পাক সেনা ভারতের সাধারণ নাগরিকদের নিশানা করেছিল। ভারতে মন্দির, গুরুদ্বার, চার্চ ধ্বংসের চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় সেনা তার যোগ্য জবাব দিয়েছে। ভারতের ক্ষমতা রাওয়ালপিন্ডি টের পেয়েছে, যেখানে পাক সেনার সদর দফতর রয়েছে।’’ রাজনাথ জানান, ভারতে জঙ্গি কার্যকলাপ ঘটলে বা ঘটালে তার ফল কী হয়, উরির ঘটনার পরই সারা বিশ্ব দেখেছে। পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের ঘটনার পরও বিশ্ব দেখছে সবটা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের জ়িরো টলারেন্স নীতির কথাও বলেও তিনি।