‘অপারেশন সিন্দুর’ চলছে, বার্তা বায়ুসেনার

IMG-20250512-WA0001

পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারতীয় সেনা বাহিনী।ইতিমধ্যেই সেই অপারেশনে পাকিস্তানের মাটিতে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা সম্ভব হয়েছে। তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত তীব্রতর হয়েছে। এই আবহে শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। তবে জারি রয়েছে ‘অপারেশন সিন্দুর’। জঙ্গিদের নির্মূল করতে এখনও চলছে ‘অপারেশন সিন্দুর’। রবিবার এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। রবিবার তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে এ খবর জানানো হয়েছে। এ দিন বায়ু সেনার ওই পোস্টে লেখা হয়, যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স সফল ভাবে তা পালন করেছে। অভিযানে নিঁখুত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করেছে তারা। একই সঙ্গে লেখা হয়েছে, অপারেশন এখনও চলছে। বিস্তারিত জানানো হবে। বায়ূ সেনার আর্জি, কোনও রকম অনুমানের ভিত্তিতে এবং কোনও তথ্য যাচাই না করে কেউ যেন কোনও তথ্য না ছড়ায়। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। এর পরই ৭ মে অপারেশন সিন্দুরের কথা জানায় ভারতীয় সেনা। এই অপারেশনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ দিকে দেশের জঙ্গিডেরা ধূলিসাৎ হতেই আক্রমণাত্মক হয়ে ওঠে পাকিস্তান। পাকিস্তান থেকে ড্রোন-মিসাইল হানা দেয় ভারতের সীমান্তে। এই আবহে শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত-পাকিস্তান। তার পরেই নাগরিকদের একাংশের মনে প্রশ্ন উঠতে শুরু করে যে, পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে ভারত যে জঙ্গিদমন অভিযান শুরু করেছিল, তা কি তাহলে শেষ? পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করেছিল ভারত, তা বহাল থাকবে কি না, সেই নিয়েও নাগরিকদের একাংশের মনে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরেই ভারতীয় বায়ুসেনা স্পষ্ট জানিয়ে দেয়, জঙ্গিদমনের জন্য তাঁদের ‘অপারেশন সিন্দুর’ চলছে।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। তাঁদের মধ্যে বেশিরভাগই পর্যটক। ভারত পাকিস্তানের দিকে আঙুল তুললেও তারা অস্বীকার করে। এর পরেই জঙ্গিদমন অভিযান শুরু করে ভারত। গোটা কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে সেনাবাহিনী। ধরপাকড়ও হয়। ওই অভিযানের অংশ হিসেবে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে সেনাবাহিনী। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানায়, ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যদিও পাকিস্তান দাবি করে, ভারতের অভিযানে তাদের সাধারণ মানুষ নিহত হয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্টই জানিয়ে দেয়, ওই অভিযান শুধুই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছিল। তাতে নিহত হয়েছে জঙ্গিরা। সেই জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনা। সেই ছবিও তুলে ধরেছে ভারত। ভারতের সেই অভিযানের পরেই সীমান্তবর্তী এলাকা নিশানা করে বুধবার রাত থেকে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারত সেই হামলা ব্যর্থ করে দেয়। দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। শনিবার বিকেলে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত এবং পাকিস্তান। রবিবার ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল, জঙ্গি দমনে শুরু হওয়া অপারেশন এখনও শেষ হয়নি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement