ভারত পাকিস্তান সংঘাত এবার ভারত নেপাল সীমান্তে কড়া নজরদারি। ভারত নেপাল সীমান্তে করা নজরদারির ব্যবস্থা করল নেপাল সরকার। নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে ভারত এবং নেপাল সীমান্তেও অত্যাচারণা ছড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। অবিলম্বে যাতে এই সমস্যার সমাধান করতে পারা যায় সেটা থেকে লক্ষ্য রাখছে নেপাল সরকার। নেপাল সরকারের তরফ থেকেও জানানো হয়েছে আগামী দিন যাতে ভারত পাকিস্তানের মতো পরিস্থিতি এখানে না চলে আসে সেদিকে লক্ষ্য রেখে নেপাল সরকার আগামী ভবিষ্যতের পরিকল্পনা স্থির করে রেখেছে। আজকে সকাল থেকে ভারত এবং নেপাল সীমান্তে করা নজরদারের ব্যবস্থা করে নেপাল সরকার। তারা এ ও জানিয়েছে সম্পর্ক তৈরি করে এগিয়ে নিয়ে যেতে দু দেশকে এগিয়ে নিয়ে আসা উচিত। তাই এই নিরাপত্তার করা করি।










