ট্রোলের মুখে পড়েন পাক বংশোদ্ভূত ভারতীয় গায়ক আদনান সামি

IMG-20250510-WA0207

মুম্বাই: পহেলগাঁও হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার ভারতের প্রত্যাঘাতের ধাক্কায় বেসামাল পাকিস্তান। এদিকে এই পরিস্থিতিতে ট্রোলের মুখে পড়েন পাক বংশোদ্ভূত ভারতীয় গায়ক আদনান সামি। এবার সেই ট্রোলিং-এর জবাব দিলেন আদনান। অপারেশন সিঁদুর-এর পর ভারতীয় সেনার সমর্থনে আদনান সামি লেখেন,’জয় হিন্দ’। এরপর আরও একটি এক্স পোস্টে তিনি লেখেন ‘সিন্দুর সে তন্দুর তক’। গায়কের এমন পোস্ট দেখে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘ইয়ে টুইট করকে আপ আরএসএস ওয়ালো সে বাচনা চাহতা হ্যায়? (আপনি কি এই টুইটগুলো করে আরএসএস-দের থেকে বাঁচতে চান?) আর এমন প্রশ্নে রেগে গিয়ে আদনান উত্তর দেন, ’তুম আরএসএস কো ভুল যাও…তুম আপনি আ** কো বাঁচাও।’ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার (যেখানে ২৬ জন প্রাণ হারান) পরে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানি নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই প্রসঙ্গে এক সাংবাদিক আদনান সামির প্রসঙ্গ তোলায়, পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী প্রশ্ন ছুঁড়ে দেন—“আদনান সামির কী হবে?” প্রত্যুত্তরে সামির জবাব ছিল ঝাঁঝালো— “এই অশিক্ষিত বোকাটাকে কে গিয়ে বলবে কিছু?”সেখানে অবশ্য ব্যাপারটা থেমে থাকেননি। ফাওয়াদ দাবি করেন, সামির জন্ম লাহোরে। সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যমে সামি লেখেন, “আমার শিকড় পেশোয়ারে, লাহোরে নয়! আপনি তথ্যমন্ত্রী ছিলেন অথচ তথ্যের ছিটেফোঁটা জানেন না! আপনি তো সায়েন্স মন্ত্রীও ছিলেন, সেটা কি ‘বোকামির বিজ্ঞান’।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement