ভারত-পাক সংঘাতের আবহে দমদম বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা

IMG-20250510-WA0230

১৫ মে পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে দেশের ৩২ বিমানবন্দর। একইসঙ্গে অন্যান্য এয়ারপোর্টেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতায় ও সন্নিহিত অঞ্চলে আসার জন্য দমদম বিমানবন্দরকেও। বাতিল করে দেওয়া হয়েছে দমদম বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীদের ছুটি। এমনকী যাঁরা ছুটিতে রয়েছেন তাঁদেরও দ্রুত ফিরতে বলা হয়েছে। এর পাশাপাশি দমদম বিমানবন্দর সূত্রে খবর, ভারত-পাক উত্তেজনার আবহে প্রতিনিয়ত যাত্রী সংখ্যা কমছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।দমদম বিমানবন্দর থেকে পাওয়া তথ্য অনুসারে, ৯ তারিখ ১৬৩ বিমান দমদম বিমানবন্দরে ঢোকে। সেদিন যাত্রী সংখ্যা ছিল ২৬ হাজার ৬১৮। এদিনের এই ১৬৩টি উড়ান দমদমে আসে দেশের নানা প্রান্ত থেকে। এদিকে পরিসংখ্যান বলছে, অন্যান্য দিন এই ক্ষেত্রে প্রায় ৪০ হাজারের বেশি যাত্রী দেখা যায়। অন্যদিকে এই ধরনের অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে যেগুলি ৯ তারিখ কলকাতা থেকে উড়েছিল সেগুলিতে যাত্রী সংখ্যা ছিল ২৪ হাজার ৯৭৮। ওইদিন মোট ১৬৪ টি বিমান কলকাতা থেকে ছেড়ে যায়। সূত্রের খবর, এ ক্ষেত্রেও অন্যান্য সময় যাত্রী সংখ্যা থাকে ৪০ হাজারের উপরে। অন্যদিকে ২৩টি আন্তর্জাতিক বিমান যেগুলি কলকাতায় আসে সেগুলিতে মোট যাত্রী ছিল ২৮৮৫। কলকাতা থেকে ছেড়ে যায় ২২টি বিমান। যাত্রী সংখ্যা ৩৪০৪ জন। সূত্রের খবর, অন্যান্য দিন দুই ক্ষেত্রে মোট যাত্রী সংখ্যা থাকে প্রায় ১০ হাজারের কাছাকাছি। সূত্রের খবর, গত ৫ দিনে সামগ্রিকভাবে কলকাতা বিমানবন্দরে ফুটফল ছিল ৭০ হাজারের কাছাকাছি। ওয়াকিবহাল মহলের ধারনা, দেশের উত্তেজক পরিস্থিতি, একইসঙ্গে বিমানের সংখ্যা কমার কারণেই কমছে ‘ফুটফল’। এর পাশাপাশি লেডার পয়েন্টেও চেকিং বাড়ানো হয়েছে। বিমানবন্দরে ঢোকার পাসও বাতিল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement