কয়েক শো ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের

IMG-20250509-WA0210

পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে অভিযান চালিয়ে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। তারপর থেকেই পাকিস্তান লাগাতার ভারতে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতভর ভারতের নানা জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।ভারতের ২৬টি জায়গায় প্রায় ৪০০টির মতো ড্রোন হামলা চালায় পাকিস্তান। শুক্রবার কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভ্যোমিকা সিংকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। সেই সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি, “তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারতের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে গতরাতে। পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ। বেশিরভাগ ড্রোনই ধ্বংস করেছে ভারত।” ড্রোনগুলি তুর্কিতে তৈরি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। শুধু তা-ই নয়, নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণও করেছে পাকিস্তান সেনা। ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করেছে। বেশ কয়েকটি ড্রোনকে নামিয়েছে তারা।’’ কেন পাক ড্রোন ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল, তার ব্যাখ্যাও দেন কুরেশি। তিনি জানান, গোপনে নানা তথ্য সংগ্রহ করার উদ্দেশে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল পাকিস্তান। যে ড্রোনগুলি নামানো হয়েছে, সেই ড্রোনগুলির ফরেন্সিক পরীক্ষাও করা হচ্ছে বলে জানানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ড্রোনগুলি তুরস্কের। শুধু ড্রোন নয়, পাকিস্তান যুদ্ধবিমানও ভাটিন্ডার সেনাছাউনিতে হামলা করার চেষ্টা করে। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। এই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনা পাকিস্তানের চারটি বিমানঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা করে। ভারতের অভিযোগ, ৭ মে ব্যর্থ ড্রোন হামলার পরেও পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করেনি। পাকিস্তান তাদের বেসামরিক বিমানকে ঢাল করার চেষ্টা করছে। করাচি ও লাহোরের মাঝে আকাশপথ খোলা রেখেছে ইসলামাবাদ। যেখানে চলাচল করছে আন্তর্জাতিক বিমানও। ফলে আকাশপথে প্রত্যাঘাত করতে গেলে নিরীহ যাত্রীদের প্রাণনাশের সম্ভাবনা প্রবল। সে কথা মাথায় রেখে পাকিস্তানের লাগাতার উসকানির মাঝেও বৃহস্পতিবার রাতে সংযমের পরিচয় দিয়েছে ভারতীয় সেনা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে সে কথাই জানালেন কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।
মিথ্যা আখ্যান তৈরি করে পুরো পরিস্থিতিতে সাম্প্রদায়িক রঙ লাগানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। এমনটাই দাবি করেব বিদেশ সচিব বিক্রম মিস্রি। পুঞ্চের গুরুদ্বারে হামলার দায় তারা ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে পাকিস্তান। দাবি করেছে ভারত নাকি তাদের নিজেদের শহরেই হামলা চালিয়েছে। কটাক্ষের সুরে বিদেশ সচিব বলেন, ‘পাকিস্তান সম্ভবত নিজেরা এই কাজ করে থাকে বলেই এই ধরণের আকাশকুসুম অভিযোগ করছে।’নিয়ন্ত্রণ রেখা বরাবর তাংধর, উরি, পুঞ্চ, মেনধর, রাজৌরি, আখনুর এবং উধমপুরে সশস্ত্র ড্রোন এবং ভারী কামান নিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ভারতীয় সেনার বেশ কয়েকজন সদস্য শহিদ হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তিন সেনারও বড় ক্ষতি হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement