যুদ্ধের আঁচ ক্রিকেট মাঠে, ড্রোন হামলায় উড়ল রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামের একাংশ, ম্যাচ সরল পিএসএলের

IMG-20250508-WA0247

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি। এবার তার আঁচ পড়ল ক্রিকেট মাঠেও। রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে আছড়ে পড়ল ড্রোন। আর তার জেরেই পাকিস্তান সুপার লিগের ম্যাচ সরে গেল অন্যত্র।বৃহস্পতিবার পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ ছিল রাত আটটায়। কিন্তু সকালে ড্রোন হামলা হয় রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের একাংশের ক্ষতি হয়েছে বলেই খবর। সেই কারণেই জনপ্রিয় পিএসএলের ম্যাচ সরিয়ে দেওয়া হল। ড্রোন হামলার প্রেক্ষিতে রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামের একাংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় লিগের বাকি ম্যাচগুলো এখানে করা আর সম্ভব নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিএসএলের বাকি ম্যাচগুলো করাচি স্টেডিয়ামে হবে। করাচি অপেক্ষাকৃত নিরাপদ, সেই কারণেই পিএসএলের বাকি ম্যাচগুলো নিয়ে যাওয়া হয়েছে করাচিতে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর পরে ভারত পাল্টা প্রত্যাঘাত করে। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে অভূতপূর্ব বিমান হামলায় ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। ভারতের প্রত্যাঘাতের পরে পাল্টা আঘাত করার চেষ্টা করে পাকিস্তান। ভারতের ১৫টি শহরে হামলার চেষ্টা করে পাকিস্তান। সেই চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। ভারতীয় সেনা বৃহস্পতিবার সকালে লাহোরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement