বৈশাখের শেষে ভ্য়াপসা গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে,কালবৈশাখী কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তার পরিবর্তে রাজ্যে বাড়ছে গরমের দাপট, সঙ্গে থাকছে তাপপ্রবাহের সতর্কতা। সঙ্গে এও জানান হয়েছে, শুক্রবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ৮ থেকে ১২ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে।পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহ বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে বাড়তে পারে। সপ্তাহান্তে শনি ও রবিবার এই তীব্র দাবদাহ অনুভূত হবে।
কলকাতার পরিস্থিতিও খুব একটা সুখকর নয়। শহরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও থাকবে তুঙ্গে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই পরিস্থিতিতেও খানিকটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ মে-র মধ্যেই আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে। অন্যান্য বছরের তুলনায় অনেক আগেই শুরু হচ্ছে বর্ষা।