‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা করা হয়েছে বুধবার পর্যন্ত এমন খবর ছিল, এই প্রত্যাঘাতে ৭০ জঙ্গির মৃত্যু হয়েছে। তবে বৃহস্পতিবারের সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ১০০ জঙ্গি মারা হয়েছে! একই সঙ্গে তাঁর এও দাবি, অভিযান এখনও চলছে, পাকিস্তান পদক্ষেপ করলেও প্রতিরোধ হবে। এদিন সর্বদলীয় বৈঠকে বিরোধীরা জানিয়েছে, এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনার পাশে রয়েছে তারা।
সর্বদলীয় বৈঠকে রাজনাথ জানান, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিঘাঁটি যেমন গুঁড়িয়ে দিয়েছে, তেমনই একশোর বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
রাজনাথ সিং জানিয়েছেন, ‘ভারতীয় সেনা ১০০ জঙ্গিকে নিকেশ করেছে। তবে অভিযান এখনও শেষ হয়নি। পাকিস্তান যদি হামলার চেষ্টা করে তবে তা রুখতে সেনা প্রস্তুত।’
রাজনাথ বলেন, পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। ভারতীয় জওয়ানরা উপযুক্ত জবাব দিচ্ছেন।