স্ত্রীর জনপ্রিয়তার কাছে ম্লান ক্রিকেটার স্বামী, আয় এবং সম্পত্তির পরিমাণে স্টুয়ার্টকে পিছনে ফেলে দিয়েছেন মায়ান্তি

IMG-20250506-WA0273

মুম্বাই: ধারাভাষ্যকার হিসেবে পরিচিত এবং জনপ্রিয় মায়ান্তি ল্যাঙ্গার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনিকে বিয়ে করেছেন মায়ান্তি। স্টুয়ার্ট বিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ২০২১ সালে। মায়ান্তি কিন্তু সঞ্চালনার কাজে জড়িত। চলতি আইপিএলেও মায়ান্তিকে কাজ করতে দেখা যাচ্ছে। কিন্তু খবরের ভিতরের খবর বলছে, মায়ান্তির আয় তাঁর ক্রিকেটার স্বামী স্টুয়ার্ট বিনির থেকেও বেশি। আইপিএলে স্টুয়ার্ট বিনি মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময়ে স্টুয়ার্ট বিনির বাৎসরিক বেতন ছিল ৩ কোটি টাকা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্টুয়ার্ট বিনি খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। ২০১৬ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে বাৎসরিক ২ কোটি টাকা দিত। তার পরে ফের রাজস্থান রয়্যালসে ২০১৮ এবং ২০১৯ সালে বিনি বছরে ৫০ লাখ টাকা করে পেতেন। আইপিএল খেলে স্টুয়ার্ট বিনি প্রায় ১৬.৯ কোটি টাকা আয় করেছন। ২০২১ সালে ক্রিকেট থেকে অবসরের পরে তাঁর আয়ের রাস্তাও সঙ্কীর্ণ হয়ে গিয়েছে। মায়ান্তি ল্যাঙ্গার প্রতিষ্ঠিত সঞ্চালিকা। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মায়ান্তির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮৩ কোটি। সঞ্চালনা ছাড়াও ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্যও তিনি মোটা অর্থ পান। সেই প্রতিবেদন অনুযায়ী স্টুয়ার্ট বিনির সম্পত্তির পরিমাণ প্রায় ১৬.৯ কোটি। স্টুয়ার্ট বিনিকে নিয়ে এক সময়ে মায়ান্তিকে যথেষ্ট ট্রোল করা হয়েছিল নেটদুনিয়ায়। যার মোক্ষম জবাব দিয়েছিলেন সঞ্চালিকা। এখন স্টুয়ার্ট বিনি ক্রিকেট ছেড়ে দিয়েছেন। মায়ান্তিকে আগের মতো ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয় না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement