রবিবার ‘ইনফিনিটি সৌল্স’ নিবেদিত ‘কোচিওর লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল’ আয়োজিত হল কলকাতার উপকণ্ঠে নিউটাউন এলাকার চিনারপার্কের ‘ফ্যাশন টিভি’র অফিসে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘লিফেস প্রোডাকশন’-এর প্রতিষ্ঠাতা ও নির্দেশক কৌস্তব ধর চৌধুরী। তিনি জানিয়েছেন, “মোট ৯ জন ফ্যাশন ডিজাইনারের তৈরি গ্রীষ্মকালীন পোশাকের সম্ভার নিয়ে মডেলরা ফ্যাশন শো ক্যাটওয়াকে অংশ নিয়েছিলেন।
এক মডেল গ্রূমার মাধবীলতা মিত্র জানিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ১৮ থেকে ২৩ বছরের ১৫ জন মহিলা মডেল সহ একজন পুরুষ মডেল ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছেন।”

এই ফ্যাশন শোতে উপস্থিত হয়ে ডিজাইনার নিতু শাহ জানান, ” ফ্যাশন ডিজাইনারদের কাজের পাশাপাশি মডেলদের ক্যাটওয়াকও প্রশংসার দাবি রাখে।”