মাধ্যমিকে নববারাকপুরে ছেলেদের টেক্কা দিল মেয়েরা

IMG-20250504-WA0313(1)

নববারাকপুর: এবছর নববারাকপুরে ১২ টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০১৫ জন। গত বছর থেকে ২৫ জন বেড়েছে।এর মধ্যে ছাত্র ৪৮৪ এবং ছাত্রী ৫৩১জন। শুক্রবার ৭০ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে। কলোনী গার্লস হাইস্কুলের মেয়েরা বয়েজ হাইস্কুলকে টেক্কা দিল। কলোনী গার্লস হাইস্কুলের ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৬৬১ (৯৪.৪৩%)প্রাপক তিতাস ঘোষ। স্টার মার্কস ২৬ জন।প্রথম ডিভিশনে (৬০ শতাংশ উপরে) ৭১ জন। দ্বিতীয় ডিভিশনে (৪৫ শতাংশ উপরে) ৫৭ জন। তৃতীয় ডিভিশনে ৮২ জন। ৬০০ উপরে প্রাপ্ত ১১ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস জানান সার্বিক ভাবে বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। অন্যদিকে কলোনী বয়েজ হাইস্কুলের ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে স্টার মার্কস (৭৫ শতাংশ উপরে) পেয়েছে ২৪ জন। প্রথম ডিভিশনে ৫৮ জন। দ্বিতীয় ডিভিশনে ৮৫ জন।তৃতীয় ডিভিশনে ৬৩ জন। ২ জন ফেল করেছে।৬০০ উপরে পেয়েছেন ৭ জন ছাত্র। এবছর বিদ্যালয়ের ছাত্র দের মধ্যে সর্বোচ্চ নম্বর ৬৫৯ পেয়েছেন মধ্যমগ্রাম নিবাসী রায়ন রশিদ সাদমান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদ্দার জানান এবছর মাধ্যমিকের ফলাফল মোটামুটি। তৃতীয় ডিভিশনে ছেলেদের সংখ্যাটা কমেছে ।সামগ্রিক ভাবে ভালো ।অন্যদিকে লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ১০৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পাশ করেছেন ১০৫ জন। ফেল ৩ জন বসেনি ১ জন।৬০ শতাংশ উপরে পেয়েছেন ৮ জন। দ্বিতীয় ডিভিশনে (৪৫% উপরে) ৩৬ জন। সর্বোচ্চ নম্বর ৬৩৬ (৯০.৮৫%) সায়ন বিশ্বাস ৬১০। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় জানান তুলনামূলক ভাবে বিদ্যালয়ের ফল ভালো হয়েছে। মূলত পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষা খেলাধূলো উন্নীত করতে বিদ্যালয় এগিয়ে চলেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement