পাঁচটা বিশ্বকাপ জয়ের কথা মনে করালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু

IMG-20250504-WA0325

রিও ডি জেনিরো: ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর নতুন বিতর্কে ঢুকে পড়ে ব্রাজিল। ব্রাজিলের বিদেশি কোচ সন্ধান থেকেই মূলত এই বিতর্কের শুরু। রোনাল্ডো নাজারিওর মতো কিংবদন্তিদের কেউ কেউ বিদেশি কোচের পক্ষে বললেও রিভালদোর মতো অনেকে আবার বিপক্ষেও ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বিদেশি কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিল। কার্লো আনচেলত্তির কোচ হওয়ার কথা থাকলেও পরে সেটি হয়নি। কিন্তু এখন এসে আবার দৃশ্যপটে আনচেলত্তি। শোনা যাচ্ছে, ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান এই কোচ। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুও। কোচ আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচেই সমাধান দেখছেন কিংবদন্তি এই রাইটব্যাক। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, দেশি কোচ নিয়েই ৫ বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে কাফু বলেছেন, ‘যদি আনচেলত্তিকে নির্বাচন করা হয়, তবে আমরা তাঁকে স্বাগত জানাব। কিন্তু আমরা একমাত্র দল হিসেবে পাঁচবার বিশ্বকাপ জিতেছি বিদেশি কোচ ছাড়াই। আমাদের সব সময় দেশি কোচই ছিল, এটাই ব্যাপার। ব্যাপারটা এমন না যে একজন বিদেশি কোচের জাতীয় দলে আসা উচিত। কিন্তু আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান কোচের ওপরই বাজি ধরব।’এর কারণ ব্যাখ্যা করে কাফু আরও বলেছেন, ‘কেন? টুর্নামেন্টের এখন বছর দেড়েক বাকি। তাই একজন কোচকে আমি পরিকল্পনা তৈরির এবং বিশ্বকাপ জয়ের জন্য দল গঠনের সুযোগ দিতে চাই। ২০৩০ সালের মধ্যে, দীর্ঘ যোগ্যতা অর্জনের সময়কাল বিবেচনা করে, চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিদেশি কোচ কাজটি করতে পারবেন।’আপাতত দেশি কোচে সমাধান খুঁজলেও আনচেলত্তির প্রশংসায় কার্পণ্য করেননি কাফু, ‘আনচেলত্তি একজন অসাধারণ কোচ। এমনকি, তিনি শুধু একজন কোচই নন, মিলানে তিনি বাবা, বন্ধু এবং ভাইয়ের মতো ছিলেন। মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই। ম্যাচ এবং অনুশীলন সেশনগুলোর পাঠ কীভাবে করতে হয়, সেটাও তিনি জানেন। তিনি তাঁর খেলোয়াড়দের ভালোবাসা দিয়ে আগলে রাখেন। তিনি এমন কোচ, যিনি যেখানে গেছেন সেখানেই জিতেছেন। ফলে জাতীয় দলকে জেতার জন্য তিনি সহায়তা করতে পারবেন।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement