ক্যান্সার প্রতিরোধে নতুন উদ্যোগ

IMG-20250502-WA0185

রাজ্যে প্রতি বছর প্রায় লাখ দুয়েক মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। তার মধ্যে ৫০ শতাংশ রোগীকে বাঁচানো সম্ভব হয় না সেরা চিকিৎসা দিয়ে। এই ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সব হাসপাতালকে প্রিভেন্টিভ অনকোলজি খোলার পরিকল্পনা দ্য ক্যান্সার কেয়ার এন্ড কিওর সোসাইটি অফ বেঙ্গল। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে শল্য চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় জানান, পশ্চিমি দুনিয়ার ধাঁচে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের এই প্রতিরোধমূলক পরিষেবা চালু হয় ১৯৯২ সালে। কিন্তু ৩০ বছর পরেও এই পরিষেবা কলকাতায় অধরা। তাই এই বিষয়টিতে জোর দেওয়া সময়ের তাগিদেই জরুরি।
অনকোলজিস্ট সৌমেন দাস জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার আক্রান্তদের মানসিক সাপোর্ট দেওয়ার জন্য ক্যান্সার জয়ীদের ভূমিকার উপর জোর দিয়েছে। এবার তেমন একটি প্রকল্প ক্যান্সার নেভিগেটিং সিস্টেম চালু করতে চলেছে।
মেডিকেল অঙ্কলোজিস্ট তন্ময় মন্ডল ও ক্যান্সার চিকিৎসক এই নেভিগেটররা সবাই আপাতত স্বেচ্ছাশ্রমে এবং পরে সাম্মানিকের বিনিময়ে ক্যান্সার আক্রান্তদের মনোবল দেওয়ার পাশাপাশি চিকিৎসার সঠিক দিশা দেখাবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement