মহানন্দা নদীর জল কমতেই মাছ ধরার হিড়িক ফুলবাড়িতে

IMG-20250502-WA0235

শিলিগুড়ি: মহানন্দা নদীর জল কমতেই মাছ ধরার হিড়িক ফুলবাড়িতে। আজ সকাল বেলায় ফুলবাড়ির নদীতে মাছ ধরতে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। এবং বহিরাগত মানুষেরা। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন নদীতে মাছ ভেসে আসছিল। একদিন তো রাত বারোটার পরে মাছ ধরতে দেখা গিয়েছিল এলাকার বহুল স্থানীয় মানুষকে। এরপর বৃষ্টি এসে যাওয়ায় মাঠের পরিমাণ আরো বেড়ে যায়। তিস্তা নদীতে ও শেষ খবর পাওয়া পর্যন্ত বহু মাছ দেখা গেছে। ছোট বড় সব মাছি দেখতে পাওয়া গেছে। তবে কয়দিন জল বেশি থাকায় মাছ ধরা সম্ভব হচ্ছিল না কারো পক্ষে। সকালে এসে দেখা যায় জল অনেকটা কমে গেছে। তাই স্থানীয়রা এসে মাছ নিয়ে যান। অনেকেরই মাছ ধরার জাল না থাকায় কিনে নিয়ে এসে মাছ ধরেন। তারা জানিয়েছেন মাছের দাম বাজারে প্রচুর, তাই খবর পেয়ে এসেছি মাছ ধরতে। যতটুকু মাছ ধরলাম বেশ কয়েকদিন আমাদের হয়ে যাবে। জানিয়েছেন তারা। শিলিগুড়ি মহানন্দা নদীতেও বেশ কয়েকদিন ছোট মাছের ভেসে আসার খবর পাওয়া গিয়েছিল, সেখানে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন মাছ ধরতে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement