সল্টলেক সেক্টর ৫-এ বিধ্বংসী আগুন

IMG-20250502-WA0267

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল সল্টলেকের সেক্টর ফাইভে। শুক্রবার দুপুরে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বাইরে থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আগুন লাগার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। তারপরেই আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রথমে দমকলকর্মীরা বাইরে থেকে হোসপাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, কারখানার ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পরই ভিতরে প্রবেশ করেন দমকলকর্মীরা।
যেখানে আগুন লাগে তার আশেপাশে বেশ কিছু অফিস রয়েছে। ফলে সেখানেও আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে যান। মন্ত্রী বলেন, ‘কেমিক্যাল যেখানে থাকবে, সেখানে এমন কালো ধোঁয়া দেখা যাবেই। আগুনের উৎসের কাছাকাছি পৌঁছে পুরোটাই দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’ উল্লেখ্য, দু’দিন আগেই বড়বাজারের মেছুয়ার একটি হোটেলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তার পরও চিনারপার্ক, লেকটাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর দাহ্য পদার্থ মজুত করা নিয়ে সকলকে সতর্ক থাকতে বলেছিলেন। তার মধ্যেই ফের এই ঘটনা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement