শহরের কোনও রুফটপ রেস্তোরাঁ খোলা থাকবে না। এই বিষয়ে আমরা আজ বিজ্ঞপ্তি বের করেছি। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই প্রসঙ্গে বলেন, ছাদ কমন এলাকা হিসেবে গণ্য হবে। আপাতত ছাদে থাকা সমস্ত রেস্তোরাঁ সরিয়ে ফেলতে হবে। মেয়র বলেছেন, “নীচের জায়গা যেমন কেউ বিক্রি করতে পারেন না, তেমনি ছাদও বিক্রি করা যায় না। রুফটপ খোলা থাকবে, যা রেস্টুরেন্ট হয়েছে, বন্ধ করতে হবে। কারণ নীচে আগুন লাগলে, মানুষ যাতে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারেন।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আমার কমিশনারের সাথে কথা হয়েছে। পুরসভার সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে নিয়ে আমরা বৈঠকে বসব। সমস্ত বিষয় তো পুরসভার হাতে নেই। ম্যাগমা হাউসের উপরে রেস্তোরাকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। পুরসভার তরফ থেকে নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, রেস্তোরাঁর জন্য কোনওভাবেই ছাদ বিক্রি করা যাবে না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগে বরো ভিত্তিক রিপোর্ট তৈরি করতে হবে। কোন এলাকায় কতগুলো রুফটপ রেস্তোরাঁ রয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত বন্ধ করতে হবে। আগুন লাগলে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ছাদে মানুষ আশ্রয় নিচ্ছেন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এমার্জেন্সি গেট বন্ধ থাকছে। তিনি আরও বলেন, স্টিফেন কোর্টে কোলাপসিবল গেট বন্ধ থাকায় দমবন্ধ হয়ে অনেকে মারা গিয়েছিল। মেয়র এদিন আরও বলেন, মেছুয়া ফলপট্টিতে ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের অডিট করা হয়েছিল। সাধারণ মানুষের দায়িত্ব বলে জিনিস আছে গণতান্ত্রিক দেশে। তাই দায়িত্ব সবার। সকলকেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আমাদের কর্মী সঙ্কুলান রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। তিনি আরও বলেন, যেখানে আমাদের বিল্ডিং অনুমোদন হচ্ছে, সেখানে আমরা অ্যাসেসমেন্ট বিভাগকে জানিয়ে দিচ্ছি। আমরা অ্যাসেসমেন্টটা সাথে সাথে করে দেব।