মাধ্যমিকে জেলার জয়জয়কার

IMG-20250502-WA0264

এবারও মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা দিল জেলা।এবছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর । ৭০ দিনের মাথায় শুক্রবার ফলপ্রকাশ হয় এবছরের মাধ্যমিকের। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মেধাতালিকাও প্রকাশ করা হয়।মেধাতালিকায় প্রথম দশে রয়েছে রাজ্যের ৬৬ পড়ুয়া। এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬ । যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তারপরেই রয়েছে কালিম্পং। পাশের হারে তৃতিয় স্থানে রয়েছে কলকাতা। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছে। এ বারে পাশের হারের নিরিখে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা। পূর্ব মেদিনীপুর এবং কালিম্পং-এর পরেই কলকাতার পাশের হার ৯২.৩০ শতাংশ। এই বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের স্বীকারোক্তি, “অন্যান্য বোর্ডের স্কুলগুলি নির্দিষ্ট কিছু জেলাকেন্দ্রিক। প্রান্তিক এলাকাতেও আমাদের বোর্ডের স্কুল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পাশের হারের সংখ্যা অন্যান্য বোর্ডের তুলনায় কিছুটা কম।” মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে রাজ্যে ফের শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলা থেকে পাশের হার ৯৬.৪৬ শতাংশ। এর পরে রয়েছে কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।২০২৪ সালে পাশের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল পূর্ব মেদিনীপুর। এ বছরে শুধু শীর্ষে যাওয়াই নয়, রাজ্যের মেধা তালিকায় পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে ৭ জন। মেধা তালিকায় আছে সুপ্রতীক মান্না (কাঁথি মডেল ইনস্টিটিউট) প্রাপ্ত নম্বর ৬৯২। নবম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র দ্যুতিময় মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র ঐশিক জানা। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৮৭।এর পরে ৬৮৬ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্র সমন্বয় দাস, পূর্ব মেদিনীপুরের ধানআসরি কেসি হাইস্কুলের ছাত্র বিশ্রুত সামন্ত, পূর্ব মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র সায়ন বেজ এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ হাই স্কুলের ছাত্র সোহম সাঁতরা।চলতি বছরের মাধ্যমিকে পরীক্ষায় এই জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট ৫৯,১০০ জন পরীক্ষার্থী। এই জেলায় ছেলেদের পাশের হার ৯৭.৫৬ এবং মেয়েদের পাশের হার ৯৬.০৫ শতাংশ। এবারের মাধ্যমিকে ভালো ফল করেছে হুগলি জেলা। মেধা তালিকায় ছয় জন জায়গা করে নিয়েছে এ বার। এই জেলা থেকেই পঞ্চম স্থান অধিকার করেছে তিন জন পড়ুয়া। ৬৯১ পেয়ে পঞ্চম হয়েছে গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের সিঞ্চন নন্দী, হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র চৌধুরী মহম্মদ আসিফ এবং হুগলি জেলার ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের ছাত্র দীপ্তজিৎ ঘোষ।হুগলির মাখালডি গ্রামে বাড়ি দীপ্তজিতের। স্কুলে বরাবরই মেধাবী ছাত্র সে। অন্যদিকে, আরামবাগের বাসিন্দা সিঞ্চন নন্দী ছোট থেকেই স্কুলের প্রতিটি পরীক্ষায় ফার্স্ট বয়। আরামবাগ মহকুমার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র মাধ্যমিকে পঞ্চম চৌধুরী মহম্মদ আসিফ। শেওড়া পঞ্চায়েতের আমডোবা গ্রামের বাসিন্দা। এছাড়াও হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র অয়ন নাগ ৬৮৭ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে। হুগলির ছিলাডাঙি রবীন্দ্র বিদ্যাবীথির ছাত্রী অয়ন্তিকা সামন্ত ৬৮৬ নম্বর দশম স্থান অধিকার করেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement