ইভেন্ট প্লানার সংস্থা “আইকনিক”-এর উদ্যোগে ৩০ এপ্রিল বুধবার দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে আয়োজিত হল একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের মোট ৪০ জন আলোকচিত্রশিল্পী। তাদের তোলা পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, পিপল, নেচার, এবং ওয়াইল্ড লাইফ সহ নানান বিষয়ভিত্তিক একশোরও বেশি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। শুধু ভারতবর্ষেই নয়, নেদারল্যান্ডস, ভিয়েনা সহ অন্যান্য দেশের ছবিও প্রদর্শিত হচ্ছে এখানে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম কমিশনার অনুপম হালদার এবং পাঞ্চালি মুন্সি (হালদার), ইন্ডিয়ান আইডল চতুর্থ স্থান অধিকারী প্রিয়াংশু দত্ত, তৃনা সান্যাল, অরিজিৎ রায় চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর গুপ্ত প্রেস পঞ্জিকা, প্রবীণ আলোক চিত্রশিল্পী মধু সরকার, বিশিষ্ট আলোক চিত্রশিল্পী অতনু পাল, শিল্পী মোল্লার ঘোষ, মল্লিকা ঘোষ এবং মুখ্য আইন প্রশিক্ষক পিটিএস কলকাতা পুলিশ ও পরিবেশকর্মী সমরেন্দু চক্রবর্তী সহ গুণীজনেরা।