মালদহ: দিল্লিতে ঘুরতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র। গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে। কান্নায় ভেঙে পড়েছে তরুণের মা-বাবা। নিখোঁজ তরুণের নাম শেখ সাহিল (১৫)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দু’মাস আগে কাকার ছেলের সঙ্গে দিল্লিতে ঘুরতে যায়। দিল্লির নিজামপুর এলাকায় থাকছিল। শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যায়। সেখানকার থানায় নিখোঁজ ডায়েরি কেরেছেন। নিখোঁজ তরুণের মা সাজেনুর বিবি বলেন, ছেলে পিপলা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। দু’মাস আগে কাকার ছেলের সঙ্গে ঘুরতে গিয়ছিল। বৃহস্পতিবার রাতে ছেলের সঙ্গে ফোনে কথা হয়। ৬ মে বাড়ি আসার কথা বলে। তারপর শুক্রবার সন্ধ্যা থেকে ছেলের খোঁজ পাচ্ছি না। কোথায় আছে কি অবস্থায় আছে কেউই বলতে পারছে না।