পহেলগাঁও হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। জঙ্গি হামলার ঘটনায় বদলা চায় ভারত। পাকিস্তানকে শিক্ষা দিতে প্রত্যাঘাতের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার নিজের বসভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭ নম্বর লোককল্যাণ মার্গের এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রীর রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান। অন্য দিকে, স্বরাষ্ট্র মন্ত্রকে্ও উচ্চপর্যায়ের বৈঠক হয় আলাদাভাবে। পহেলগাঁও হামলার পর থেকেই জঙ্গি দমনে কাশ্মীরে অভিযান চালিয়ে যাচ্ছে সেনা বাহিনী। তবে এখনও অধরা ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। টানা চিরুনি তল্লাশি চলছে মধ্য এবং দক্ষিণ কাশ্মীরের গ্রাম-পাহাড়-জঙ্গলে। সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী। কিন্তু পহেলগাঁও হত্যাকান্ডের এক সপ্তাহ পরেও ঘাতকদের খোঁজ পায়নি সেনা এবং পুলিশ। সেনা সূত্রের খবর, এই মুহূর্তে উপত্যকার মোট চারটি স্থানে চলছে অভিযান।২২ এপ্রিল দুপুরে পহেলগাঁও হামলার পরেই হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। এখনও তা চলছে। কিন্তু হামলাকারীরা এখনও অধরা। তল্লাশি অভিযান চলাকালীন গত বৃহস্পতিবার উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ।এরই মধ্যে মঙ্গলবার ভোরে ত্রালের অদূরে জঙ্গলে একটি জঙ্গিদলের সন্ধান পাওয়া গিয়েছে বলে সেনা সূত্রের খবর। তাদের সঙ্গে সেনা ও পুলিশের যৌথবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। সংঘর্ষ চলছে সোপিয়ান-পুলওয়ামা এলাকাতেও। বৈসরনে হামলায় জড়িত সন্দেহে ১৫ জন স্থানীয়কে গ্রেফতার করে জেরা করেছেন তদন্তকারীরা। তাঁদের বয়ান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সরকারি সূত্রের দাবি। এরই মধ্যে সীমান্তে বাড়ছে উত্তেজনা। পহেলগাঁও হামলার পর এখনও গুলিবর্ষণ চলছে নিয়ন্ত্রণরেখা বরাবর। সোমবার রাতেও সীমান্তে গুলিবর্ষণ চলে। এর মধ্যে এবার ভারতীয় সেনার সাইবার স্পেসে ঢোকার ব্যর্থ চেষ্টা করে পাকিস্তান। জানা গিয়েছে, ভারতীয় সেনার সাইবার স্পেসেও ঢোকার চেষ্টা করেছে পড়শি দেশ। একদিকে সীমান্ত সন্ত্রাসে মদত, আরেক দিকে সাইবার হানার ব্যর্থ চেষ্টা। জানা গিয়েছে, শ্রীনগর, রানিক্ষেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে। আর্মি পাবলিক স্কুল-সহ ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে বলে খবর। আর্মি ওয়েলফেরার হাউজিং অর্গানাইজেশনের ওয়েবসাইট ও হামলার চেষ্টা। ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা পাকিস্তানি হ্যাকারদের। এরই মধ্যে সামনে এসেছে পাক গোয়েন্দা সংস্থা আই এস আইয়ের নতুন ছক। ভারতকে অশান্ত করার পাক চক্রান্ত ফাঁস হয়েছে। ভারতীয় অফিসারের নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টা করা হয়। সেনারা যে গাড়িতে যাতায়াত করেন, তার রাস্তা জানার চেষ্টা করে আই এস আই। হোশিয়ারপুরে সেনা নিয়ে যাওয়া ট্রেনের সম্পর্কেও খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হয়। মুকেরিয়া, পাঠানকোট, ভটিন্ডায় ফোন করে গোপন তথ্য নেওয়ার চেষ্টাও চলে। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার আলাদা করে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রকেও।বৈঠকে বিএসএফ, অসম রাইফেলস, এনএসজি, সি আর পি এফ, এসএসবি, সিআইএসএফের কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।