শিলিগুড়ি: পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের ঘটনার প্রতিবাদে সোচ্চার দেশবাসী। ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতের ক্রীড়াবিদরা। বিরাট কোহলি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল ছেত্রী, সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। ঘটনার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও, ক্ষোভ ও রাগ যেন উত্তরোত্তর বেড়েছে। প্রতিবাদে শামিল হয়েছে খুদেরাও। যেমন, ঋদ্ধিমান সাহার বারো বছরের মেয়ে আনভি। কাশ্মীরের ঘটনায় ব্যথিত সেও। কবিতা লিখে হৃদয়ের কথা জানাল আনভি। সোশাল মিডিয়ায় কন্যার কবিতা তুলে ধরেছেন ঋদ্ধি নিজেই। প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষকের মেয়ে আনভির লেখা কবিতার নাম ‘কাশ্মির ক্রাই’। অর্থাৎ ‘কাশ্মীরের কান্না’। দীর্ঘ ইংরেজি কবিতা লিখেই সে থামেনি। আঙুলের লাল ছাপের মধ্যে দিয়ে যেন সে রক্তপাতের ইঙ্গিতও করতে চেয়েছে। সঙ্গের ছবিতে শ্রদ্ধা জানিয়েছে নিহতদের প্রতি। সপ্তম শ্রেণির ছাত্রীর কবিতার সারমর্ম অনেকটা এরকম, ‘কাশ্মীরের সুন্দর উপত্যকায় আচমকা জঙ্গিহানা। পহেলগাঁওয়ের সৌন্দর্যের মধ্যে যন্ত্রণার চিৎকার, নিরীহ মানুষের কান্না। ২৬জন নিহত, এখনও দাগ রয়েছে রক্তের। রেজিস্ট্যান্স ফোর্স পালটি খেল প্রথমে দায় স্বীকারে। ভারত-পাকিস্তানের মধ্যে চলছে কূটনীতির যুদ্ধ। দুশ্চিন্তার আবহে বহু মানুষের প্রাণ যেন বধ্য। প্রতিবাদে একত্রিত গোটা বিশ্ব, কিন্তু হিংসা যেন অন্ধ। মানুষের হৃদয় থেকে শান্তির বার্তা। বিচার হবে এবং ফের জয় হবে ভালোবাসার। দুঃখের সমুদ্র থেকে উঠবে শান্তির পারাবার।’ এই কবিতা সোশাল মিডিয়ায় শেয়ার করে ঋদ্ধি লিখেছেন, ‘এই দুঃখের সময়, শিশুদের পবিত্র কণ্ঠই হয়তো সত্যি কথা বলে। আমার মেয়ের লেখা ও আবৃত্তি করা হৃদয়স্পর্শী একটা কবিতা শেয়ার করছি। সম্প্রতি কাশ্মীরে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেখানে নিহতদের শ্রদ্ধা জানাই। আশা করি, তাঁরা ন্যায্য বিচার পাবেন।’ তবে শুধু এইদিন নয়। এর আগে পহেলগাঁওয়ে ঘৃণ্য জঙ্গিহানার প্রতিবাদে সোশাল মিডিয়ায় দীর্ঘ বার্তা দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।