চলতি শিক্ষাবর্ষে বিএড পড়ুয়ার সংখ্যার গ্রাফ নিম্নমুখী

IMG-20250428-WA0265

২০২৩- ২৫ শিক্ষাবর্ষের তুলনায় ২০২৪ -২৬ শিক্ষাবর্ষে অর্থাৎ চলতি শিক্ষা বর্ষে রাজ্যের বিএড কলেজগুলিতে বিএড পড়ুয়ার সংখ্যার গ্রাফ নিম্নমুখী। সূত্রে যে খবর মিলছে তাতে চলতি শিক্ষাবর্ষে রাজ্য জুড়ে ৬০০টিরও বেশি বিএড কলেজে প্রায় ৭ হাজার আসন ফাঁকা থেকে গেছে।এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, বিএড বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্য জুড়ে বিএড পড়ার জন্য মোট আসন সংখ্যা ৫৫ হাজার ১৫০ টি। তার মধ্যে প্রায় ৪৮ হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করল বিএড পড়ার জন্য। অথচ, ২০২৩-২৫ শিক্ষাবর্ষে অর্থাৎ এর আগের বছর বি এড ভর্তির হার ছিল প্রায় ৯৮ শতাংশ। এবারের রেজিস্ট্রেশনে সেই সংখ্যা এক ধাক্কায় কমে গেল প্রায় ১০ শতাংশ। কারণ হিসেবে যে গটনাগুলি সামনে আসছে তাতে অনেকে বিএড পড়ার জন্য ভর্তি হয়েও রেজিস্ট্রেশন করেননি। এর সবথেক বড় কারণ হল, রাজ্যে গত কয়েক বছর ধরে উচ্চ প্রাথমিক-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নেই। আর এখানেই তৈরি হয়েছে সবথেকে বড় প্রশ্নচিহ্ন, এই ঘটনার জেরে এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে এত আসন ফাঁকা কি না তা নিয়ে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement