শিলিগুড়ি: শিলিগুড়ি টাউন স্টেশন এবং তার আশেপাশের ব্যবসায়ীরা এখন আতঙ্কে দোকান খুলছেন এবং বন্ধ করছেন। কারণ দোকান খুললেই বিকেল হতেই তাদের দোকানে চলে আসে নেশা খোররা, একেই বলে ৫০ টাকা দিন ১০০ টাকা দিন। না দিলেই দোকান ভেঙে যাওয়া, দোকান উল্টিয়ে দেওয়া এবং দোকানের জিনিস নিয়ে যাওয়ার হুমকি আসতে থাকে। গত দুদিন ধরে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করেন, দুই ব্যবসায়ী ওর মধ্য কেঁদেও ফেলে। অনেকেই জানিয়েছেন এখন বাজার নেই এর উপরে যদি ওদের দিনে ৫০ থেকে ১০০ টাকা দিতে হয় তবে কি জন্য দোকান খুলবো? একদিন নিয়ে গেল ঠিক আছে, কিন্তু রোজ রোজ। আতঙ্কের মধ্য দিয়ে চলছি আমরা। যদিও থানায় ওই ব্যবসায়ীদের বসিয়ে তাদের সাথে আলোচনা করা হয়। পুলিশ অফিসাররা তাদের আশ্বস্ত করেন। তা সত্য ব্যবসায়ীরা জানান কোন কিছু বলার নেই। এরা কাউকে ভয় পায় না, আমরা তো এখন দোকান খুলতেই সাহস পাচ্ছিনা। এসেই টাকা দাও, কেউ চিপস খাচ্ছে কেউ বাদাম খাচ্ছে। টাকা না দিয়েই চলে যাচ্ছে, এরপরে যদি এই ঘটনা চলতে থাকে তবে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। ওই এলাকার কাউন্সিলর সঞ্জয় পাঠক জানালেন ঘটনাটা শুনেছি, দেখছি কি করা যায়। তবে ব্যবসায়ীদের বলেছি আপনারা কোন চিন্তা করবেন না। আমরা পাশে আছি।