ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

FB_IMG_1745783618986

এবার যেন গুঞ্জনের অবসান হতে যাচ্ছে। ব্রাজিলের পরবর্তী কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এমনটাই জানিয়েছে স্কাই স্পোর্টস। আনচেলত্তির কোচ হওয়ার বিষয়টি জানিয়েছেন স্পোর্টসভিত্তিক ওয়েবসাইট রেলেভোর ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক। আগামী সপ্তাহেই দুই পক্ষের চুক্তি হতে পারে বলেও জানা গেছে। আনচেলত্তির সঙ্গে এবার আলোচনা অনেকটাই এগিয়ে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের হয়ে আনচেলত্তিকে কোচ হতে উদ্বুদ্ধ করছেন দিয়েগো ফার্নান্দেজ। অনেক দিন ধরেই আনচেলত্তিকে বোঝানোর চেষ্টা করছেন ফার্নান্দেজ। ইতালিয়ান কোচের সঙ্গে দেখা করার জন্য কোপা দেল রের ম্যাচেও হাজির ছিলেন ব্রাজিলের এই ব্যবসায়ী। গতকাল ফাইনালে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় এবার আলোচনা নাকি আরো ফলপ্রসূ হয়েছে। এ মৌসুমেই রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হবে আনচেলত্তির। যদিও গতকালের ম্যাচ শেষে ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি তিনি। শুধু অপেক্ষার কথা বলেছেন, ‘হতে পারে আমি থাকছি কিংবা ছাড়ছি। তবে জানতে অপেক্ষা করতে হবে।’গত মাসে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারার পর ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত হন দরিভাল জুনিয়র। তার বিদায়ের পর থেকেই ব্রাজিলের কোচের পদ খালি রয়েছে। স্কাই স্পোর্টস আর ইতালিয়ান সাংবাদিকের কথা সত্যি হলে ব্রাজিলের চাওয়াও পূর্ণ হবে। কেননা অনেকদিন ধরেই আনচেলত্তিকে পাওয়ার আশা লেগে আছে তারা। এমনকি রিয়াল মাদ্রিদের কোচকে পেতে তার ছেলে দাভিদ আনচেলত্তিরও নাকি শরণাপন্ন হয়েছে ব্রাজিল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement