আরব সাগরে ভারতীয় নৌসেনার মহড়া

IMG-20250427-WA0290

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ভারত। সেইমতো সেনাবাহিনীর প্রস্তুতিও তুঙ্গে। শক্তিপ্রদর্শন জারি রয়েছে নৌসেনারও। যে কোনও পরিস্থিতির মোবাবিলার জন্য সেনার তিন বাহিনীই নিজেদের প্রস্তুত রাখছে। আরব সাগরে ইতিমধ্যেই মহড়া শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। ইন্ডিয়ান নেভি-র এক্স হ্যান্ডল থেকে এ সংক্রান্ত ছবি ও ভিডিয়ো পোস্ট করা হয়েছে রবিবার সকালে। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধজাহাজ থেকে মিসাইল ছোড়ার দৃশ্য। দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে ভারতের যুদ্ধজাহাজগুলি কতটা সক্ষম, তা ঝালিয়ে নেওয়া হচ্ছে। অনেকের মতে, এ ভাবেই প্রত্যাঘাতের বার্তাও দিয়ে রাখছে ভারত। নৌসেনার তরফে সরাসরি সে কথা বলা হয়নি। তবে তারা জানিয়েছে, যুদ্ধের জন্য তারা সদা প্রস্তুত।
নৌবাহিনী জানিয়েছে, একাধিক যুদ্ধজাহাজ মহড়া দিয়েছে আরব সাগরে। এর মধ্যে রয়েছে কলকাতা ক্লাস ডেসট্রয়ার এবং নীলগিরি ও কৃভাক ক্লাস ফ্রিগেটস। এই সমস্ত যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-সারফেস ক্রুজ় মিসাইল ছোড়া হয়েছে। এ নিয়ে এক্স হ্যান্ডল পোস্টে লেখা হয়েছে, ‘ভারতীয় নৌবাহিনীর জাহাজ একাধিক অ্যান্টি-শিপ ফায়ারিং করেছে। প্ল্যাটফর্ম, সিস্টেমস এবং কর্মীরা কতটা তৈরি রয়েছে তা দেখে নেওয়া হয়েছে। দূরপাল্লার যে কোনও  হামলা ঠেকাতে ভারতীয় নৌসেনা প্রস্তুত। দেশের স্বার্থরক্ষার জন্য যে কোনও জায়গায়, যে কোনও সময়ে, যে কোনও পরিস্থিতিতে তৈরি রয়েছে।’
পহেলগাঁওয়ে হামলার পরই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। সিন্ধু জল চুক্তিও স্থগিত করে দেওয়া হয়। পাকিস্তানও পাল্টা হিসাবে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে। তার পর থেকেই সীমান্তে উত্তেজনা জারি রয়েছে। ভারতীয় সেনাকে প্ররোচিত করতে নিয়ন্ত্রণ রেখায় গুলিও চালায় পাকিস্তান। কড়া মনোভাব নিয়ে তার মোকাবিলা করছে ভারতীয় সেনা। এর মধ্যেই আরব সাগরে প্রস্তুতির বিষয়টি সামনে আনল নৌবাহিনী।  নৌসেনার মহড়ায় ব্যবহার করা হয়েছিল একাধিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। মাঝসমুদ্র থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। নৌসেনার তরফে মহড়ার একাধিক ছবি এবং ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, আরব সাগরে ভারতীয় নৌসেনার এই মহড়ায় অসন্তুষ্ট পাকিস্তান। এ বিষয়ে তারা একটি বিবৃতিও জারি করেছে।
শনিবার ভারতীয় সেনার স্থলবাহিনী একটি ভিডিয়ো প্রকাশ করে। তাতেও ছিল প্রত্যাঘাতের বার্তা। সেনা জানিয়েছিল, তারা সর্বদা দেশের স্বার্থরক্ষার জন্য যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। রবিবার মহড়ায় অনুরূপ বার্তা দিল নৌসেনাও। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে এক বিদেশি-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। পাকিস্তানও পাল্টা ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তান জানিয়ে দিয়েছে, সিন্ধুর জল বন্ধ হলে তা ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। তার মাঝেই মহড়ায় বার্তা দিল নৌসেনা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement