পহেলগাঁও কাণ্ডের তদন্তে গতি বাড়াল এনআইএ

1200-675-22858339-43-22858339-1731083382605

পহেলগাঁও কাণ্ডের তদন্তে গতি বাড়াল এনআইএ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় তোলপাড় দেশ। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চলছে অভিযান। এই আবহে পহেলগাঁও কাণ্ডের তদন্তে নামল এন আই এ। তদন্তে নেমেই তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। কখন, কী ভাবে হামলা চালায় জঙ্গিরা, তা জানতে ঘটনার দিন প্রতি মুহূর্তের টুকরো টুকরো তথ্য সংগ্রহের উপর জোর দিয়েছেন তদন্তকারীরা। সন্ত্রাসদমন শাখার আইজি, ডিজি এবং এসপি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে গঠিত এনআইএ-র বিশেষ দলটি বৈসরন থেকে টুকরো টুকরো তথ্য সংগ্রহ করছে। কোথা দিয়ে জঙ্গিরা এসেছিল, প্রথম হামলা কখন হল, পর্যটকদের সঙ্গে কী কী করা হয়েছিল, প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। আর সেই তথ্য জোগাড়ে হামলার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তাঁরা। স্থানীয় এক ভিডওগ্রাফারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পহেলগাঁওয়ের স্থানীয় এই ‘রিল ভিডিয়োগ্রাফার’ই এখন জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ-র এক অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী।এনআইএ সূত্রে জানা গিয়েছে, ওই স্থানীয় ভিডিয়োগ্রাফার তাঁর ক্যামেরায় পুরো হামলার দৃশ্য বন্দি করেছেন। গুলি চলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গিয়ে একটি গাছের আড়ালে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তিনি ক্যামেরা অন করে পুরো সন্ত্রাসবাদী হামলার ভিডিয়ো গ্রহণ করেন। এনআইএ এখন ওই ভিডিয়োগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর তোলা ভিডিয়ো বিশ্লেষণ করে সন্ত্রাসবাদীদের এবং তাদের সহায়তাকারী সম্ভাব্য ওভারগ্রাউন্ড কর্মীদের শনাক্ত করার চেষ্টা করছে। এনআইএ-র প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গিয়েছে, চার জন সন্ত্রাসবাদী দুটি দলে ভাগ হয়ে বৈসরন উপত্যকার তৃণভূমির দুই দিক থেকে গুলি চালিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, একটি খাবারের দোকানের কাছে বন্দুক নিয়ে লুকিয়ে ছিল তাদের দু’জন। দুপুর আড়াইটে নাগাদ তারা বেরিয়ে আসে। প্রথমে ওই দোকানে থাকা অ-স্থানীয় ব্যক্তিদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে। কয়েকজনকে কলমা পাঠ করতে বলে। যারা পারেনি তাদের হত্যা করতে শুরু করে। প্রথমে চার জন পর্যটককে মাথায় গুলি করে হত্যা করা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাবারের দোকানটি থেকে পর্যটকরা আতঙ্কে পালাতে শুরু করেন। এর পর অন্য দুই সন্ত্রাসবাদী তৃণভূমির অন্য দিক থেকে বেরিয়ে আসে এবং পালিয়ে যাওয়া জনতার উপর গুলি চালাতে শুরু করে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement