মুম্বাই: বলিউডে অভিনয়ে যাত্রার শুরুতে অনেকেই তাঁকে প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করতেন। তাঁর সঙ্গে স্মিতা পাতিলের চেহারার গড়নের মিল আছে, এই কথা শুনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন চিত্রাঙ্গদা। তাই স্মিতা পাতিলের বায়োপিক তৈরি হলে তিনিই অভিনয় করতে চান বলে জানান চিত্রাঙ্গদা। অভিনেত্রীর কথায়, “স্মিতা পাতিলের সঙ্গে চেহারার মিল আছে এই কথাটা শুনলে ভাল লাগে। সেই সঙ্গে ওঁর কাজের ব্যাপ্তিও মনে রেখে আরও ভাল কাজ করার চেষ্টা করি। আমি নিজে স্মিতা পাতিলের খুব বড় ভক্ত। যদি কখনও ওঁর জীবনী পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পাই, তাহলে হাতছাড়া করব না। তাঁর জীবন জুড়ে শুধুই ঝড়। কখনও বিবাহিত রাজ বব্বরের সঙ্গে তাঁর প্রেম, বিরহ ও এই প্রেম ঘিরে অসম্মান। কখনও আবার গোপনেই ভেঙে ফেললেন সংসারকে নিয়ে দেখা তাঁর স্বপ্ন। ছেলে প্রতীককে জন্ম দেওয়ার কয়েকদিনের মধ্যেই মারা যান অভিনেত্রী।









