বিতানের বাবা-মায়ের পাশে বিধায়ক রত্না

IMG-20250426-WA0197

জম্মু-কাশ্মীরের পহেলগামে খুন হওয়া ২৫ পর্যটকের মধ্যে ছিলেন পাটুলির বাসিন্দা বিতান অধিকারীও। বাড়ির খরচ একাই চালাতেন বিতান। বয়স্ক বাবা-মা ওষুধের খরচও ছিল বিপুল। ছেলের আকস্মিক মৃত্যু সবকিছু যেন ঘেঁটে দিয়েছে। একে ছেলের জন্য শোক,তার ওপর ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সব মিলেমিশে গ্রাস করেছে তাঁদের। তবে এই পরিস্থিতিতে বিতানের বাবা-মাকে কিছুটা হয়তো স্বস্তি দিলেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। জানালেন, তাঁদের ওষুধের খরচ তিনিই সামলাবেন।সঙ্গে এও জানান, বিতানের বাবা-মার ওষুধের খরচ বাবদ মাসে ১২ হাজার টাকা দেবেন তিনি। প্রসঙ্গত, বিতানদের যে বাড়িতে তাঁর বাবা-মা থাকেন সেটি রত্নার বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২৩ নম্বর ওয়ার্ডেই পড়ে। সেই বাড়িতে গিয়েই পুত্রহারা বাবা-মায়ের সঙ্গে দেখাও করেন রত্না। আর তারপরই জানান, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। যা করতে হয়, তা করা হবে। তবে তিনি আলাদা করে বিতানের বাবা-মার ওষুধের খরচের দায়িত্ব নিচ্ছেন।ইতিমধ্যে আবার নতুন একটা বিতর্ক ঘনিয়েছে বিতান অধিকারীকে নিয়ে। সামাজিক মাধ্যমে একটি প্রচার বা ক্যাম্পেন শুরু হয়েছে,প্রয়াত বিতান অধিকারীর নামে টাকা তোলা। একটি থার্ড পার্টির মাধ্যমে লিঙ্ক জেনারেট করে চলছে এই অনুদান সংগ্রহ। প্রশ্ন উঠেছে, কেন এই টাকা তোলা হচ্ছে, কারা তুলছেন, এই টাকা কে পাবেন তা নিয়েও। সঙ্গে এ প্রশ্নও উঠেছে, এভাবে মানুষের সহানুভূতির সুযোগকে কাজে টাকা তোলা যায় কি না তা নিয়েও।নেটিজেনদের একাংশ দাবি করছেন, এভাবে টাকা তোলা বেআইনি এবং এতে মানুষের দুর্বল মনের সুযোগ নেওয়া হচ্ছে। তবে অন্য এক অংশের বক্তব্য, আমেরিকা বা পশ্চিমী দেশগুলিতে বন্ধুমৃত্যুর পরে এভাবে ফান্ড তোলা অস্বাভাবিক কিছু নয়। টাকা দিয়ে পাশে দাঁড়ানোই সাধারণ রীতি সেখানে। ফ্লোরিডার বাসিন্দা, বিতানের বন্ধুরা তাই এই কাজ করছেন।অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ক্ষতিপূরণ দেওয়া হলে পুরো টাকা যেন বিতানের স্ত্রী সোহিনীকে না দেওয়া হয়। কারণ ওঁদের পরিবারের যা সমীকরণ, তাতে বিতানের মা-বাবা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে উল্লেখ করেন কুণাল। যদিও সোহিনীর দাবি, কুণাল ঘোষ না জেনে এসব বলছেন। বিতানের মা-বাবার সঙ্গে তাঁদের কোনও সমস্যা তো ছিলই না, উল্টে তাঁরাই দেখাশোনা করতেন তাঁদের।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement