সরকারি জায়গায় অবৈধভাবে ঘর বানিয়ে চলছে ব্যবসা

IMG-20250426-WA0173

সরকারি জায়গায় অবৈধভাবে ঘর বানিয়ে চলছে রমরোমিয়ে ব্যবসা। তাও আবার লাগানো আছে এসি, এই ঘটনাটি ঘটেছে বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর মাঠ রাজ কলেজে মোর ড্রেনের উপরের ঘটনা। যেখানে বর্ধমান শহরে অল্প জলে জলমগ্ন হয়ে পড়ে, দেখা যাচ্ছে বর্ধমান শহরের সমস্ত জল নিকাশি ব্যবস্থা এই ড্রেন দিয়ে হয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে ড্রেনের উপর পিলার দিয়ে তৈরি হয়েছে অবৈধ দোকান। শুক্রবার অভিযোগ করেন যুব কংগ্রেসের নেতা গৌরব সমাদ্দার, তিনি জানান বর্ধমান পৌরসভার দু একটি কাউন্সিলর ছাড়া কোন ওয়ার্ডে কাউন্সিলরদের দেখা মিলে না। এবং বর্ধমান পৌরসভার সমস্ত ওয়ার্ডের পরিস্থিতি খুবই খারাপ। তিনি অভিযোগ করেন ভোটে জেতার পর মালা পড়তে দেখা গিয়েছিল কাউন্সিলরদের। এখন আর ওয়ার্ডে তাদের দেখা যায় না, গৌরব বাবু অভিযোগ করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ বাবুর বর্ধমানে অবৈধ নির্মাণ দেখার সময় নেই। বর্ধমান শহরে অবৈধ নির্মাণে পরিপূর্ণ, এবং এখানে প্রভাবশালী এই অবৈধ নির্মাণ করছে। বলে অভিযোগ। ড্রেনের উপর অবৈধ নির্মাণে থাকা ফাল্গুনী ব্যানার্জি তিনি জানান। এটি বহুদিনের পুরনো, এবং আমরা ইলেকট্রিক অফিসে সমস্ত ডকুমেন্টস দিয়ে ইলেকট্রিক নিয়েছি। প্রশ্ন উঠছে, ড্রেনের উপর অবৈধ নির্মাণে কিভাবে ইলেকট্রিক পাওয়া যায়। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলের সাথে, কথা বলতে গেলে তিনি কোন সৎ উত্তর দেননি। তিনি এড়িয়ে যান, পৌরসভার চেয়ারম্যান কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান এটি দু বছর আগেকার পুরনো। তাহলে প্রশ্ন উঠছে ড্রেনের উপর প্লেয়ার দিয়ে অবৈধ নির্মাণ কি থাকবে?

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement