লাহোর: পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশবাসী। এই নারকীয় ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহু। ধর্মের নামে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর বক্তব্যের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া। অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও একহাত নিয়েছেন দানিশ। এদিন তিনি মোদির মন্তব্যের ভিডিও পোস্ট করে লিখলেন, ‘ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন মোদি। এরজন্য কৃতজ্ঞতা। ভাষাটা ইংরেজি হওয়ায় গোটা বিশ্বের কাছে তাঁর বার্তা স্পষ্টভাবে পৌঁছবে। গাজার মতো দক্ষিণ এশিয়াতেও যেন সন্ত্রাসবাদ নির্মূল হয়। এটাই হয়তো তাঁর শুরুয়াত।’ অর্থাৎ তিনি যেন বুঝিয়ে দিতে চাইলেন, দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ নির্মূল হবে নরেন্দ্র মোদির হাত ধরে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে রীতিমতো একহাত নিয়ে দানিশ লিখেছেন, ‘পহেলগাঁওয়ের ঘটনার পর দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে? কারণটা তোমরা জানো। জঙ্গিদের তোমরা আশ্রয় দাও। তোমাদের জন্য লজ্জা হয়।’ উল্লেখ্য, পহেলগাঁওকাণ্ডের পর এখনও কোনও শোকপ্রকাশ করেনি পাক সরকার। এ নিয়ে দানিশের সংযোজন, ‘পহেলগাঁওয়ের ঘটনায় কোনও ভূমিকা না থাকলে কেন শোকপ্রকাশ করছে না পাক সরকার ও পাক প্রধানমন্ত্রী?’