বানারহাট স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে, অভিযোগ

IMG-20250424-WA0203

বানারহাট: বানারহাট স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠলো। এর পরই ঢালাই এর কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ – নির্মাণের বরাতপ্রাপ্ত সংস্থাটি ডলোমাইট মেশানো নিম্ন মানের বালু এবং নদীর ছোট পাথর দিয়ে বহুতলটির ভিত নির্মানে ঢালাই এর কাজ শুরু করেছিল। এই ধরণের কাজ এমন সামগ্রী দিয়ে হওয়া উচিৎ নয় বলেই স্থানীয়দের দাবী। সংস্থার কর্মীদের কাছে নির্মানের সিডিউল দেখতে চাইলেও তারা তা দেখাতে অস্বীকার করে। এর পরেই স্থানীয় বাসিন্দারা কাজ আটকে বিক্ষোভ দেখান। তারা বিডিও এবং পূর্তদপ্তরে অভিযোগ জানাবেন বলে জানান।প্রসঙ্গত উল্লেখ্য- ২০২৩ এর ১২ই ডিসেম্বর বানারহাটের সরকারি পরিসেবা প্রদানের মঞ্চ থেকে স্থানীয় বাসিন্দারা দাবীকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী এই হাসপাতালটিকে ৩০ শয্যা বিশিষ্ট ব্লক পর্যায়ের হাসপাতালে উন্নতিকরণ এর ঘোষণা করেন। এর পরই এই কাজের জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৩০ কোটি ৩২ লক্ষ ৮৮ হাজার ৯৬৯ টাকা আর্থিক বরাদ্দ হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন হওয়ার কথা। বিগত ৯ই এপ্রিল নতুন ভবন নির্মাণের শিলান্যাসের মধ্য দিয়ে এই কাজ শুরু হয়েছিল।এবিষয়ে বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন বলেন – বিষয়টি তিনি শুনেছেন। পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি বলবেন। পূর্ত দপ্তরের গয়েরকাটার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌভিক সাহা বলেন স্থানীয়দের অভিযোগকে গুরুত্ব দিয়ে বরাতপ্রাপ্ত সংস্থার সাথে তারা কথা বলবেন। খুব শীগ্রই সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement