শিলিগুড়ি: গোটা শিলিগুড়ি শহর জুড়ে প্রতিবাদ। বাদ গেলেন না সাধারণ মানুষ। শিল্পী চৌধুরী শিলিগুড়ির বাসিন্দা জানালেন আমাদের তো পথে নামতেই হবে। কারণ আমরাও তো যাই , কাশ্মীরে আনন্দ করতে , কাশ্মীরকে উপভোগ করতে। আজকে যারা চলে গেলেন তারা তো আমাদেরই মতো সাধারণ মানুষ। তাদেরও পরিবার আছে আত্মীয়-স্বজন আছে , দায়িত্ব কর্তব্য আছে। আজকে কোন অপরাধ না করে নির্বিচারে তাদের যেভাবে মেরে ফেলা হলো দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা ছাড়া আর কি বা বলা যাবে। আমরা তো আর কিছু করতে পারবো না, অসহায় আমরা পথে নেমে প্রতিবাদ করতে পারব। সত্যি সত্যি এর একটা বিহিত হওয়া উচিত। এইভাবে অত্যাচার করলে কে সহ্য করবে কারা সহ্য করবে। কারণ যারা চলে গেলেন তারা তো পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন, হাতে তো বন্দুক বোমা নিয়ে যাননি । তাহলে লড়াই করবে কি করে, কিভাবে নিজের পরিবারকে বাঁচাবে ? আজকে আমাদের প্রতিবাদ সারা ভারতজুড়ে। আমরা চাই অত্যাচারী অপরাধীরা শাস্তি পাক। সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাক, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এদিন শিলিগুড়ির ভেনাসমোর হাসমির চক এবং হিল কার্ড রোডে বিশাল সমাবেশ করে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। সবার মুখে একই কথা, এই অত্যাচার বন্ধ হোক।