মালদা জেলায় সৌরভ গাঙ্গুলী

IMG-20250424-WA0253

মালদা: বৃহস্পতিবার মালদা জেলা সফরে আসেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতা থেকে মালদা রেলস্টেশনে পৌঁছান তিনি। এরপর পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে জগ মোহন ডালমিয়ার নামে একটি ইন্ডোর ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন। পাশাপাশি মালদা ক্লাবে পৌঁছে সেখানেও একটি ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলী। সেখানে প্রাক্তন অধিনায়ক কে সম্বর্ধনা জানানো হয়। মালদা জেলায় খেলার মানকে উন্নত করার লক্ষ্যে মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ডাকে এদিন মালদায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সৌরভ গাঙ্গুলী।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement