মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন: রাজু বিস্তা

IMG-20250424-WA0254

শিলিগুড়ি: এই অযোগ্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার কোন যোগ্যতা নেই সিংহাসনে বসে থাকার। আজকে বিজেপির মিছিলে থেকেই ভাষা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। তিনি জানালেন যোগ্য অযোগ্য যে সরকার আলাদা করতে পারে না , তাদের কোন অধিকার নেই সরকারে থাকার। এই সরকারের নেতা-মন্ত্রীরা টাকা নিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি? রাজু বিস্ত আরো জানালেন কেলেঙ্কার এর উপর কেলেঙ্কারি করে চলেছে তৃণমূল সরকার। লজ্জার শেষ নেই। যারা যোগ্য তাদের চাকরি চলে গেছে, আর মুখ্যমন্ত্রীর কথা রাখবার জন্য একের পর এক মিথ্যা বলছেন। উনি জানেন উনি যা বলছেন উনি তা করতে পারবেন না, তবে উনি বলছেন কেন। কেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন? বেকার সময় নষ্ট করছেন সবার। এই সরকারে চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তার কোন অধিকার নেই মুখ্যমন্ত্রী সিংহাসনে বসে থাকার জানালেন রাজু বিস্ত। এদিন বিজেপির মিছিলে রাজু বিস্ত একটি পিছে ডিসেম্বর পর্যন্ত কেন সময় দিয়েছেন একমাত্র উনিই বলতে পারবেন। সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়ে দিয়েছে, এখানে কিভাবে চাকরি হবে? কেলেঙ্কার এর উপর কেলেঙ্কারি করে এই সরকার বিদায় নেবে। আর বিদায় দেবে বিজেপি। কারণ মানুষ বুঝে গিয়েছে বিজেপি না আসলে মানুষ শান্ত থাকবে না ভালো থাকবে না। তাই অবিলম্বে তৃণমূলকে বিদায় জানাতে হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement