কলকাতা: আট ম্যাচে পাঁচ হার। জয় তিন। পয়েন্ট টেবিলে সাতে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেও এবার কলকাতা জিততে পারছে না। এখনও অবধি ঘরের মাঠে চার ম্যাচ খেলে জয় এসেছে একটিতে। আর দুটি জয় অ্যাওয়ে ম্যাচে। সবচেয়ে বড় কথা রাসেল রানে নেই। গত কয়েক বছর ধরেই। তবুও বয়ে বেড়ানো হচ্ছে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। ঘরের মাঠে ১৯৯ রান তাড়া করতে নেমে ১৫৯ রানেই থেমে যাওয়া। রাসেলের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২১। মারতে গিয়ে স্টাম্পড হয়েছেন।খেলা শেষে কেকেআর মেন্টর ডোয়েন ব্রাভো বলেছেন, ”রাসেল কেকেআরের একজন অভিজ্ঞ ও সফল ক্রিকেটার। গত কয়েকটা ম্যাচে লেগ স্পিনারদের বলে আউট হয়েছে। তবে আমি একজনকে নিয়ে বলব না। দল হিসেবে ভাল ব্যাটিং হচ্ছে না আমাদের। রাসেল একাই যে ব্যর্থ হচ্ছে তা নয়। দল হিসেবে সবাইকে সমর্থন করাটা দরকার। আরও ভাল প্রস্তুতি নিতে হবে। আইপিএল কঠিন টুর্নামেন্ট। যেখানে ভাল শুরু না হলে ব্যাটাররা একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।” রাসেলের পাশে দাঁড়িয়েছেন ব্রাভো।