নর্থ ইস্ট-৬ মহামেডান -০
(জিতিন, আলাদিন হ্যাটট্রিক, নেস্টর, গিলেরমো)
কলকাতা: মরশুমের শুরুতে যা ছিল, শেষেও তাই। আঁধার কাটল না মহমেডান স্পোর্টিংয়ে। সাদা-কালো হয়েই থাকতে হল মেহরাজউদ্দিনের দলকে। আইএসএলে বেরঙিন ফুটবল খেলেছিল, সুপার কাপেও উন্নতি নেই। নর্থ ইস্ট ইউনাইটেড কলকাতার ক্লাবকে নিয়ে ছেলেখেলা করল। ছ’ গোল হজম করতে হল সাদা-কালো ব্রিগেডকে। হ্যাটট্রিক করলেন আলাদিন। স্কোরলাইন বলছে নর্থ ইস্ট ৬ মহামেডান স্পোর্টিং ০। ৩ মিনিট থেকে শুরু হল গোলবর্ষণ। ম্যাচ যত এগলো, নর্থ ইস্টের আক্রমণও ততই বাড়ল। গোলের সংখ্যাও বাড়ল। মহমেডানের রক্ষণ নিয়ে ছেলেখেলা করল নর্থ ইস্ট। সাইডলাইনের ধারে দাঁড়িয়ে মেহরাজ দেখলেন, তাঁর দল বিনা প্রতিরোধে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল হজম করছে। ৩ মিনিটে নর্থ ইস্টকে এগিয়ে দেন জিতিন। এর ১৫ মিনিট পরে আলাদিন ২-০ করেন নর্থ ইস্টের হয়ে। ৪২ মিনিটে জিতিনের পাস থেকে ৩-০-এ নর্থ ইস্টকে এগিয়ে দেন নেস্টর। বিরতির পরেও চলতে থাকে নর্থ ইস্টের হানাদারি। ৫৬ মিনিটে মহমেডান রক্ষণের সুযোগে ৪-০ করে যান আলাদিন। ৬৬ মিনিটে গিলেরমো ৫-০ করেন। খেলার একেবারে শেষ লগ্নে পেনাল্টি থেকে ৬-০ করেন আলাদিন। সুপার কাপে প্রথম ম্যাচ হেরেই ছিটকে গেল মহমেডান। তাদের আগে প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে বেরিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলও।