কলকাতা: পূর্ব ভারতের সুসংহত ডায়গনস্টিক চেইন সুরক্ষা ডায়গনস্টিকস লিমিটেড ফেটোম্যাট ওয়েলনেসের বড় অংশের শেয়ার অধিগ্রহণ করল।ফেটোম্যাট ওয়েলনেস প্রসূতিদের যত্ন, নেটাল পূর্ব ডায়গনসিস ও জেনেটিক কাউন্সেলিং করে থাকে। এই পার্টনারশিপের ফলে উচ্চ ঝুঁকি সম্পন্ন প্রসূতি, অন্যান্য নেটাল পূর্ব পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। সুরক্কা ডায়গনস্টিকস লিমিটেডের চেয়ারম্যান ও এমডি চিকিৎসক সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, সুসংহত স্বাস্থ্য পরিষেবা সমাধান সকলের কাছে পৌঁছনোর যে ভিশন ফেটোম্যাট ওয়েলনেসের অধিকাংশ শেয়ার ক্রয় তারই অংশ। ফেটোম্যাট ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ও অধিকর্তা চিকিৎসক প্রদীপ গোস্বামী বলেন, সুরক্ষা ডায়গনস্টিকসের সাথে যুক্ত হওয়া আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই পার্টনারশিপ আমাদের সকলের কাছে পৌঁছতে ও সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে। রোগী ভিত্তিতে বিশেষজ্ঞ নেটাল ভিত্তিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে সংস্থা।