প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন উপ-রাষ্ট্রপতি জে ডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন উপ-রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর পত্নী ঊষা ভ্যান্স, তাঁদের সন্তানরা এবং মার্কিন প্রশাসনের সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রী গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে তাঁর সফরে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করেন। তাঁদের এই বৈঠকে ভারত-মার্কিন ঘনিষ্ঠ সহযোগিতার নকশা প্রস্তুত সহ মেক আমেরিকা গ্রেট এগেইন (এমএজিএ) এবং বিকশিত ভারত ২০৪৭-এ শক্তিকে সার্বিক কাজে লাগানোর ব্যাপারেও সদর্থক আলোচনা হয়। প্রধানমন্ত্রী এবং মার্কিন উপ-রাষ্ট্রপতি ভ্যান্স দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের পর্যালোচনা করেছেন।দু-দেশের মানুষের কল্যাণের স্বার্থে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির উল্লেখযোগ্য অগ্রগতিকে তাঁরা স্বাগত জানিয়েছেন। শক্তি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার কথাও তাঁরা উল্লেখ করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে উভয় নেতা মত বিনিময় করেছেন। মতামত বিনিময় এবং কূটনীতির ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও তাঁদের কথা হয়েছে।প্রধানমন্ত্রী মার্কিন উপ-রাষ্ট্রপতি, সেকেন্ড লেডি, তাঁদের সন্তানদের ভারত সফরে আনন্দদায়ক এবং ফলপ্রসূ সময় কাটানোর জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এবছরের শেষ নাগাদ তাঁর ভারত সফরের জন্য তিনি অপেক্ষা করে আছেন বলেও জানান।