পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা। খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না। শাহর সঙ্গে ফোনে কথা বলার পর হামলার নিন্দা করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীও জানিয়েছেন, হামলাকারীদের কোনওভাবেই ছাড়া হবে না।
জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পর তিনি তাঁর সফর শেষ করার সিদ্ধান্ত নেন। এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সরকারি সূত্রে জানা গিয়ছে, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার রাতেই ভারত ফিরে আসবেন।
এই পরিস্থিতিতে, প্রধানমন্ত্রী সৌদি আরবে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজ করবেন না। তাঁর সফরের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল, তবে সন্ত্রাসী হামলার ঘটনার কারণে তা বাতিল হয়েছে। ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
প্রধানমন্ত্রীর ফোনের পরই উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। দিল্লিতে তাঁর বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, জম্মু ও কাশ্মীরের ডিজিপিও ও সেনা আধিকারিকরা।