কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা

IMG-20250422-WA0319

পহেলগাঁও: কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, বাইস্রান এলাকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন। জখম কমপক্ষে ১২ জন। ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী ওই এলাকা কর্ডন করে রেখেছে। গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন শুরু হয়েছে। জঙ্গিদের সম্ভাব্য ফাঁদ নিয়ে সতর্ক বাহিনী। যে অঞ্চলে হামলাটি হয়েছে তা মোটর চলাচলের অনুপযোগী বলে জানানো হয়। পহেলগাঁওয়ে বাইস্রান উপত্যকায় গুলির শব্দ শোনা গেছে। পুলিশের মতে, কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়েই এই এলাকায় যাওয়া যায়। বাইস্রান তৃণভূমিতে ঘোড়ায় চড়া উপভোগ করতে এসেছিলেন পর্যটকরা। তাঁদের দেখে নির্বিচারে গুলি চালায় দুই থেকে তিনজন বন্দুকধারী।এই ঘটনার পর পরই এক উচ্চ পর্য়ায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদি। সব ঘটনা জানার পর শাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মোদি। তাঁর নির্দেশেই উপত্যকায় যাচ্ছেন স্বারাষ্ট্রমন্ত্রী। পহেলগাঁওয়ে যাচ্ছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি পাহালগাঁও -তে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। বলেছেন, “নিহতের পরিবার ও জখমদের আমাদের সমবেদনা। এই অর্থহীন হিংসা কোনও উদ্দেশ্য সাধন করে না, কেবল যন্ত্রণাই বয়ে আনে। এই ধরনের কর্মকাণ্ডের কোনও যুক্তি থাকতে পারে না।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement