মুর্শিদাবাদে অর্থ সংগ্রহে আটক সুকান্তরা

IMG-20250422-WA0280

মুর্শিদাবাদের দুর্গতদের জন্য অর্থ তুলতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সহ কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে হাজরায় ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। হাজরা মোড়ে পুলিশের সঙ্গে এই কর্মসূচি ঘিরে বচসায় জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের জন্য হাজরা মোড়ে দোকানে দোকানে ‘চাঁদা’ চাইছিলেন সুকান্ত ও বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল ‘ঘরছাড়াদের জন্য ভিক্ষাপাত্র’। রাস্তায় বিজেপির রাজ্য সভাপতিকে আটকায় পুলিশ। সুকান্ত ও বিজেপির নেতা-কর্মীদের আটক করা হয়। সুকান্তকে টেনে ভ্যানে তোলে পুলিশ।রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও রাজ্য নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তমোঘ্ন ঘোষ, ফাল্গুনি পাত্ররা ছিলেন। অভিযোগ, আচমকা পুলিশ এসে তাঁদের ওপর হামলা করে। জোর করে টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। তবে কেন তাঁদের আটকানো হল, তা জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত।
তবে পুলিশি নির্যাতনের অভিযোগে আগামীকাল বুধবার হাইকোর্টে মামলা করতে চলেছে বিজেপি। সুকান্ত মজুমদারের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালাল। পুলিশ অবশ্য বিজেপি নেতৃত্বর বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছে।
পুলিশের বক্তব্য, কোনও অনুমতি না নিয়ে জোর করে রাস্তা আটকে মানুষের সমস্যা তৈরি করছিলেন আন্দোলনকারীরা। সে কারণেই যথাযথ পদক্ষেপ করা হয়েছে। পাল্টা হিসেবে সুকান্তর বক্তব্য, তৃণমূল ভয় পেয়েছে। তাই পুলিশ দিয়ে বিরোধীদের আন্দোলন আটকাতে চাইছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement