মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার বুকে উদ্বোধন হয়ে গেল মালদা ভবন। নব নির্মিত মালদা ভবনের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে, ফলক উন্মোচন করে মালদা ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন জেলাপরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন সহ জেলাপরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্য।এই বিষয়ে জেলাপরিষদের সভাধিপতি বলেন তারা জেলাপরিষদের বোর্ড গঠনের পর থেকেই কোলকাতার বুকে মালদা ভবন তৈরির উদ্যোগ গ্রহণ করেছিলেন।মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং জেলা পরিষদের আড়াই কোটি টাকা বরাদ্দে কোলকাতার সেক্টর থ্রিতে মালদা ভবন তৈরি করা হয়েছে। এরফলে মালদাবাসী উপকৃত হবেন। বিশেষ করে যারা চিকিৎসার জন্য সহ অন্যান্য দরকারি কাজে কোলকাতা আসেন তারা স্বল্পমূল্যে মালদা ভবনে থাকতে পারবেন।