নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট ও দেশের প্রধান বিচারপতিকে নিশানা করে আইনি ফাঁপরে নিশিকান্ত দুবে। এই বিজেপি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে অনুমতি চেয়ে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি পাঠালেন আইনজীবী আনাস তনবীর।অ্যাটর্নি জেনারেলকে লেখা তাঁর চিঠিতে অ্যাডভোকেট আনাস তানবীর বলেছেন যে দুবের মন্তব্য “গভীরভাবে অবমাননাকর এবং বিপজ্জনকভাবে উস্কানিমূলক। নয়া ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির মধ্যেই শীর্ষ আদালতকে বেনজির আক্রমণ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, “সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে তাহলে সংসদ এবং রাজ্যে রাজ্যে আইনসভার কী প্রয়োজন! সেগুলি বন্ধ করে দেওয়া হোক।এখানেই না থেমে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকেও নিশানা করেন এই বিজেপি সাংসদ। অভিযোগ করেন, দেশে ‘ধর্মীয় যুদ্ধ’ উস্কে দেওয়ার জন্য প্রধান বিচারপতি খান্নাই দায়ী থাকবে। অপর বিজেপি সাংসদ দীনেশ শর্মা আবার বলেন, “লোকসভা এবং রাজ্যসভাকে কেউ নির্দেশ দিতে পারে না। দেশের শীর্ষ আদালত যে বিষয়টিকে হাল্কা ভাবে নিচ্ছে না তা নিশিকান্তর বিরুদ্ধে অবমাননা মামলা শুরুর উদ্যোগেই স্পষ্ট।এদিকে, বিতর্ক বাড়ছে বুঝতে পেরে নিশিকান্ত এবং দীনেশের মন্তব্য থেকে ইতিমধ্যে দূরত্ব বাড়িয়েছে বিজেপি। দলের সভাপতি জে পি নাড্ডা এক্স হ্যান্ডলে শনিবার জানিয়েছেন, এইসব মন্তব্য একান্তভাবেই সাংসদদের। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। মন্তব্যের সঙ্গে সহমত নয় দল।