জ্ঞানের আলোকে ভরপুর যুবশক্তি বিকশিত ভারতের চাবিকাঠি: সর্বানন্দ সোনোয়াল

IMG-20250421-WA0334

নয়া দিল্লি: কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল ছাত্র সম্প্রদায়কে নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে বলেছেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে যুবশক্তির জ্ঞান কিভাবে কাজে লাগানো যায়, তার ওপর আলোকপাত করেন তিনি। শ্রী সোনোয়াল শ্রীরাম অ্যাকাডেমি পাঠশালার ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে আজ ভাষণ দেন। তিনি মুখ্য অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্র, শিক্ষক, অভিভাবক, প্রাক্তনী এবং স্থানীয় বরেণ্য মানুষদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের উজ্জ্বল যাত্রাপথে আজকের এই দিনটি একটি স্মরণীয় মাইলফলক হয়ে রইল।কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে ছাত্রসমাজের কেবল পাঠ্যপুস্তকে নিজেদের আবদ্ধ রাখা উচিত নয়। নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তার অন্বেষণে তাঁদের ব্যাপৃত হওয়া উচিত। ভারত সরকারের রূপান্তরমূলক উদ্যোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া-র সূচনা নতুন প্রজন্মের ক্ষমতায়ন এবং উদ্ভাবনী ক্ষেত্রে তাঁদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।শ্রী সোনোয়াল বলেন, জ্ঞানই শক্তি। বৃহত্তর কল্যাণের স্বার্থে ছাত্রসমাজকে জ্ঞান আহরণ করতে হবে এবং তার উপযুক্ত প্রয়োগ করতে হবে। মূল্য আরোপিত শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নৈতিক মূল্যবোধ-ভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি অভিভাবকদের অনুরোধ করেন শিশুদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে। এজন্য যোগ এবং দৈনন্দিন জীবনে সর্বাত্মক শারীরশিক্ষাকে যুক্ত করারও আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, যোগ কেবলমাত্র শারীরিক প্রশিক্ষণ নয়, তা মানসিক স্বচ্ছতা এবং শারীরিক শক্তি বৃদ্ধির পথ গড়ে দেয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নৃত্য, সঙ্গীত এবং নাটক পরিবেশন করে। ভবানীপুর বিধানসভার সদস্য শ্রী ফনিধর তালুকদার, ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী ধনপতি ডেকা, শ্রীরাম অ্যাকাডেমির অধ্যক্ষা ডঃ কাকলি দাস অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement