জঙ্গলের রাস্তায় গভীর নিদ্রায় চিতাবাঘ

IMG-20250421-WA0299(1)

রাস্তার দু’ধারে গভীর জঙ্গল মাঝখান দিয়ে বুক চিরে গেছে। নাগরাকাটা থেকে মালবাজার রাজ্য সড়ক আর সেই সড়কের মাঝে চাপরা মারি জঙ্গলে গভীর নিদ্রায় রাস্তার মাঝখানে শুয়ে আছে এক চিতা বাঘ। সেই চাপরামারি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় এক চার চাকা গাড়ি চালকের নজরে পরে রাস্তার মাঝে শুয়ে আছে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। তারপরে গাড়িতে থাকা চালক চিতা বাঘটিকে লক্ষ্য করে গাড়ি চালক চিতা বাঘটির সামনে গিয়ে ব্রেক কষে। তৎক্ষণাৎ সেই চালক নিজের মোবাইল পকেট থেকে বের করে সেই বাঘটির ভিডিও ক্যামেরাবন্দি করতে থাকে। অবশেষে সেই গভীর নিদ্রে থাকা পূর্ণবয়স্ক চিতা বাঘটির। চোখে গাড়ির হেডলাইট পরে এবং ভিডিও করার সময় মোবাইলের টর্চ লাইট বাঘটির চোখে পড়ে তারপরে সেই স্থান ত্যাগ করে জঙ্গলে ডুবে পড়ে সেই পূর্ণবয়স্ক চিতা বাঘটি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement