শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। আজ শিলিগুড়ি শব্দের হাসমি চক থেকে তাদের প্রতিবাদ মিছিল শুরু হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য জুড়ে অরাজকতা চলছে। যারা যোগ্য তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় তারা এবং তাদের পরিবার অন্ধকারে চলে গেছে। একটা রোজগারের উপর ৬-৭ জনের সংসার চলে, কিভাবে কি হবে জানেনা কেউই। অন্যদিকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে চলেছেন, চাকরি হয়ে যাবে কিন্তু সেটা কিভাবে হবে? আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই মুখ্যমন্ত্রী থাকলে আমাদের কোন উন্নয়ন হবে না। চাকরি পাবে না যোগ্যরা। বঞ্চিত হয়ে যাবে। তাই যেভাবেই হোক মুখ্যমন্ত্রীকে বলতে হবে যোগ্য যে চাকরি চলে যাওয়ার পর উনি কি পদক্ষেপ নিতে চলেছেন। ওনার নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, চাকরি চলে গেল টাকা তো তাদের ফেরত দিতে হবে, কিভাবে কি হবে এদিন ভেনাস মোড় থেকে মিছিল শুরু হয় শিলিগুড়ি বাঘা যতীন পার্কে গিয়ে মিছিল শেষ হয়।