দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ এপ্রিল দিল্লির বিজ্ঞান ভবনে সকাল ১১টা নাগাদ ১৭তম সিভিল সার্ভিসেস দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবেন। প্রশাসনিক ক্ষেত্রে উৎকর্ষতার জন্য পুরস্কারও তুলে দেবেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের পরিষেবায় এক উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী সর্বদাই সিভিল সার্ভেন্টদের উৎসাহিত করে থাকেন। এবছর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কাজের স্বীকৃতি হিসেবে ১৬ জনকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।